আরেক ধাপ সাফল্যে অর্জন করলো মৌলভীবাজার মডেল থানা পুলিশ
মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার শুক্রবার রাত ১০:০৩, ১৪ আগস্ট, ২০২০
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম) বার এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় ও মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির,এসআই জিয়াউল ইসলাম সহ অন্যান্য ফোর্সদের সঙ্গে নিয়ে মৌলভীবাজার মডেল থানার মামলা নং ০২ তারিখ ০১/০৩/২০২০ ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড এজাহার নামিয় আসামী রজব আলী (৩৫)পিতা চান্দ আলী সাং আথানগিরী থানা ও জেলা মৌলভীবাজার এবং মৌলভীবাজার মডেল থানার মামলা নং ০৫ তারিখ ০৩/০২/২০২০ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী খলীল মিয়া (৪৫) পিতা আব্দুল আলিম সাং আথানগিরি থানা ও জেলা মৌলভীবাজারকে গত ১৩/০৮/২০২০ তারিখে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাদিন সোয়াগাজি এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
বর্ণিত আসামীদ্বয় দুর্ধর্ষ প্রকৃতির ডাকাত এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ডাকাত রজব আলীর বিরুদ্ধে ডাকাতি মামলাসহ মোট ০৮ টি মামলা এবং ডাকাত খলিল এর বিরুদ্ধে ডাকাতিসহ মোট ০৫ টি মামলা রয়েছ।
গ্রেপ্তার পরবর্তি আসামী ডাকাত খলিলের দেওয়া তথ্যমতে ১ টি স্বর্ণের চেইন যার মুল্য অনুমান ৪০,০০০ টাকা উদ্বার পুর্বক জব্দ করা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।আসমীদেরকে ১৪/০৮/২০২০ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।