ঢাকা (রাত ৯:৫৮) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হাসি মুখে বেড়া‌তে এসে লাশ হ‌য়ে ফির‌লো শিবচ‌রের শিশু সান‌জিদা

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বৃহস্পতিবার রাত ১১:৫৯, ২৩ সেপ্টেম্বর, ২০২১

হাসি মুখে বেড়া‌তে এসে লাশ হ‌য়ে ফির‌লো শিবচ‌র পৌরসভার ৮নং ওয়া‌র্ডের পূর্ব শ‌্যামাইল গ্রা‌মের ২বছ‌রের শিশু কন‌্যা সান‌জিদা।

বৃহস্প‌তিবার দুপু‌রে ভাঙ্গার আ‌জিমনগরে খালার বা‌ড়িতে জ‌মে থাকা বৃ‌ষ্টির পা‌নির জলাশয়ে ডু‌বে শিশু‌টি মারা যায়। নিহত সান‌জিদা শিবচর পৌরসভার ৮নং ওর্য়া‌ডের পূর্ব শ‌্যামাইল গ্রা‌মের আবুল হো‌সেন আক‌নের মে‌য়ে।

পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়, সান‌জিদা সকা‌লে ভাঙা থানার আ‌জিমনগর গ্রা‌মে খালার বা‌ড়ি‌তে বেড়া‌তে যায়। দুপুর দেড়টার দি‌কে খেল‌তে খেল‌তে বা‌ড়ির পা‌শে বৃ‌ষ্টি‌তে জমে থাকা জলাশ‌য়ে প‌ড়ে যায়।

কিছুক্ষন পর প‌রিবা‌রের লোকজন জলাশয় থে‌কে সান‌জিদার নিথর দেহ খু‌জে পায়। স্থ‌ানীয়রা স্বাস্থ‌্য কম‌প্লেক্সে নি‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক সান‌জিদা‌কে মৃত ঘোষনা ক‌রেন।

নিহত সান‌দিজার বাবা আবুল হো‌সের আকন জানান, আমার মে‌য়ে সান‌জিদা সকা‌লে খালার বা‌ড়ি বেড়া‌তে যায়। দুপু‌রে খবর পাই আমার মে‌য়ে পা‌নি‌তে ডু‌বে মারা গে‌ছে। আমার মে‌য়েকে বাড়ি‌তে নি‌য়ে এ‌সে‌ছি। আমার একমাত্র মে‌য়ে মারা যাওয়ায় আমার স্ত্রী বাকরুদ্ধ হ‌য়ে পড়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT