শিবচরে এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মীর ইমরান,মাদারীপুর সোমবার বিকেল ০৫:৫৯, ৭ ফেব্রুয়ারী, ২০২২
মাদারীপুরে শিবচরে উপজেলা স্বাস্থ্য কলোনীর পৌর সভার ৪ নং ওয়ার্ডের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিনারা আক্তার (২৪) নামের এক গৃহবধু।
ঘটনার সূত্রে জানা যায় বহেরাতলা ইউনিয়নের যাদিয়ারচর নিবাসী মোঃ হাবিবুর বেপারীর ছোট মেয়ে মিনারা আক্তারের গত চার বছর আগে ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন শরিয়তপুর জেলার জাজিরা উপজেলা সেনের চর ইউনিয়নে মোল্লা কান্দির মোল্লা বাড়ি মান্নান মোল্লার ছেলে মাসুদ মোল্লা সাথে।তবে চার বছরের বিবাহ দাম্পত্যে কোন সন্তান হয়নি এ দম্পতির।
শিবচর উপজেলার স্বাস্থ্য কলোনিতে কয়েক বছর যাবৎ মোঃ সিদ্দিকুর রহমানের বাসায় ১ম তলায় ভাড়া থাকতেন। নিহত মিনার আক্তারের বাবা হাবিবুর বেপারী পাশাপাশি ফ্লাটে ভাড়া থাকতো মিনারা ও মাসুদ দম্পতি। গত দুইদিন ধরে মাসুদ মোল্লা নিজের গ্রামের বাড়িতে গেলে একা বাসায় দরজা বন্ধ করে রাখে মিনারা আক্তার। আজ সোমবার সকালে স্থানীয়রা ঐ বাসার পাশ দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পায় মিনারা নিজ রুমে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলছে।
এ খবর পেয়ে ঘটনাস্থনে শিবচর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশের পাশে থাকা আলমারির উপর অ্যান্ড্রয়েড মোবাইল কথা বলা অবস্থায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ খবর পেয়ে মিনারার পরিবার এসে দেখে মিনারা নিজ রুমে দরজা বন্ধ করে ভিতরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ মিরাজ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই শিবচর উপজেলার স্বাস্থ্য কলোনিতে মিনারা আক্তার নামের এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।পরে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।