রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশু বিক্রির পরিমাণ কম
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৬, ৭ জুলাই, ২০২২
রাজধানীতে এখনও জমে ওঠেনি কুরবানির পশুর হাট। ক্রেতারা আসলেও দাম শুনেই চলে যাচ্ছেন।
ক্রেতাদের অভিযোগ, অবাস্তব মূল্য হাঁকছেন বেশিরভাগ বিক্রেতা। তবে ব্যবসায়ীদের দাবি, গো-খাদ্যের মূল্য বৃদ্ধিসহ লালন-পালনে খরচ অনেক বেড়েছে। তাদের আশা, কাল থেকে জমে উঠবে বিক্রি।
খামারিরা জানায়, এখনও সময় আছে তাই বেশিরভাগ ক্রেতা ঘুরে দেখছে, তাই এখনও সঠিক দাম বলছে না। এদিকে আমরাও নায্য দাম না পাওয়ায় বিক্রি করছি না। শিগগির বিক্রির পালে হাওয়া লাগার আশায় আছেন তারা।
রাজধানীর হাটগুলোতে ছোট-বড় বিভিন্ন আকারের গরু এলেও, ক্রেতার আগ্রহের কেন্দ্রে রয়েছে ছোট ও মাঝারি সাইজের পশু। বছর ব্যবধানে দাম বাড়ার অভিযোগ রয়েছে অনেকর।
বিক্রেতারা জানান, এবার ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি।