ঢাকা (সকাল ৯:৫৯) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশু বিক্রির পরিমাণ কম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৬, ৭ জুলাই, ২০২২

রাজধানীতে এখনও জমে ওঠেনি কুরবানির পশুর হাট। ক্রেতারা আসলেও দাম শুনেই চলে যাচ্ছেন।

ক্রেতাদের অভিযোগ, অবাস্তব মূল্য হাঁকছেন বেশিরভাগ বিক্রেতা। তবে ব্যবসায়ীদের দাবি, গো-খাদ্যের মূল্য বৃদ্ধিসহ লালন-পালনে খরচ অনেক বেড়েছে। তাদের আশা, কাল থেকে জমে উঠবে বিক্রি।

খামারিরা জানায়, এখনও সময় আছে তাই বেশিরভাগ ক্রেতা ঘুরে দেখছে, তাই এখনও সঠিক দাম বলছে না। এদিকে আমরাও নায্য দাম না পাওয়ায় বিক্রি করছি না। শিগগির বিক্রির পালে হাওয়া লাগার আশায় আছেন তারা।

রাজধানীর হাটগুলোতে ছোট-বড় বিভিন্ন আকারের গরু এলেও, ক্রেতার আগ্রহের কেন্দ্রে রয়েছে ছোট ও মাঝারি সাইজের পশু। বছর ব্যবধানে দাম বাড়ার অভিযোগ রয়েছে অনেকর।

বিক্রেতারা জানান, এবার ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT