ঢাকা (সন্ধ্যা ৭:৩৫) রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

মৌলভীবাজার পৌর নির্বাচনে ৩ মেয়র সহ ৪৪ টি মনোনয়নপত্র জমা যাচাই-বাছাইয়ে বাতিল ৮টি

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock সোমবার রাত ১১:০১, ৪ জানুয়ারী, ২০২১

রোববার ৩ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র  প্রতিদ্বন্দ্বিতা করতে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলার ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জনসহ মোট ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তুু যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে ৮ টি মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়।

১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১১ জানুয়ারি প্রতিক বরাদ্দ এবং ৩০ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে মোট ৯টি ওয়ার্ডে ৩১ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন পত্র বাতিল হয়ে বৈধতা পেয়েছেন ২৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন বৈধ হয়েছে।

৯ নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে সৈয়দ আবু ইকবাল ও মোঃ মাসুদ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে তাদের ২ জনের প্রার্থীতা বাতিল হয়। ওই ওয়ার্ডে আর কোন বৈধ প্রার্থী নেই বলে জানাযায়।

৭নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৫ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মোঃ জাকির হোসেন রাজা ও সারওয়ার মজুমদার ইমন।

৫নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১ জন জায়েদ হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে।

৪নং ওর্য়াড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১ জন মোঃ মতিউর রহমান মতিনের মনোনয়ন বাতিল হয়েছে।

৩ নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ৩ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ১ জন মোঃ রাসেল আহমেদ এর মনোনয়ন বাতিল হয়েছে।

২নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে মোঃ পিন্টু আহমদ এর মনোনয়ন বাতিল হয়েছে। একক প্রার্থী হিসেবে রয়েছেন মোঃ আসাদ হোসেন মক্কু।

১ নং ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন পারভেজ আহমদ,পার্থ সারথী পাল, শহীদ মিয়া, শাশ্বত ব্রহ্ম রনি, মোঃ ওয়াহিদ।

মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান (নৌকা), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান (ধানের শীষ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী ছয়ফুর রহমান (সাইফুর রহমান বাবুল) এর মনোনয়ন বৈধ হয়েছে।

নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পূরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৪ টি ভোট কেন্দ্র থেকে বাড়িয়ে ১৮ টি কেন্দ্র করা হয়েছে। যাতে ১২৫ টি বুথ থাকবে।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। সাধারন কাউন্সিলর পদে যে ৮ জনের মনোনয়ন পত্র  বাতিল হয়েছে তারা চাইলে আপীল করতে পারবেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT