ঢাকা (দুপুর ১২:৩১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ১১:২৩, ১৪ জুলাই, ২০২২

ভোলার লালমোহনে একটি চলন্ত যাত্রীবাহি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে চাকায় পিষ্ট হয়ে চিত্তরঞ্জন দাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন দাস ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নম গ্রামের হিরালাল দাসের ছেলে। সে পেশায় একজন লড্রি ব্যবসায়ী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে চিত্তরঞ্জন দাস বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়েকে দেখতে বাড়ি থেকে রওনা দেন। পথিমধ্যে ডাক্তার আজাহারউদ্দিন কলেজের সামনে থেকে বাসে উঠতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

লালমোহন থানার ওসি তদন্ত মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি এখনো শনাক্ত করা যায়নি। তবে সন্দেহজনকভাবে দুটি বাস আটক করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT