ঢাকা (বিকাল ৩:২৩) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock রবিবার ১২:১৯, ১ মে, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার উদ্দ্যোগে, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গত (২৯ এপ্রিল) শুক্রবার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সোয়েব আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ প্রণয় কুমার দে, সহ-সভাপতি বিধান চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুর রহমান, জাতীয় পার্টি সাবেক আহ্বায়ক এডভোকেট আফজল হোসেন, উপজেলা পুজা পরিষদের সভাপতি রঞ্জিত কুমার পাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।

এসময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাখিয়ালা জামে মসজিদের খতিব মাওলানা কাজী জাবেদ আহমদের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে দেশ-জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT