ঢাকা (বিকাল ৫:৩৪) শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

পদ্মা সেতুর দুই প্রান্তে গাড়ির ভীড়

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার দুপুর ০৩:১৭, ২৬ জুন, ২০২২

উদ্বোধনের একদিন পর রবিবার সকাল ৬টা থেকে সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে পদ্মা সেতু। সেতু খুলে দেওয়ার পর সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে কিছুটা ভোগান্তি হলেও পদ্মা পাড়ি দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

রবিবার (২৬ জুন) সকাল ৮টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ভোর থেকেই মাওয়া প্রান্তে সেতু পারাপারের জন্য অপেক্ষায় আছেন অসংখ্য মানুষ। টোল দিয়ে সেতু পার হচ্ছেন তারা। বাস, ট্রাক, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনই সেতুতে বেশি দেখা গেছে।

টোল প্লাজা এলাকা থেকে মীর নাসিরুদ্দিন উজ্জ্বল নামের একজন জানান, প্রতিটি গাড়ির টোল আদায় করতে সময় লাগছে দুই থেকে তিন মিনিট। মোট ছয়টা বুথ থেকে টোল আদায় করা হলেও, যানবাহনের চাপ অত্যধিক হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

তবে তিনি বলেন, প্রথমবারের মত পদ্মা সেতু পার হওয়া নিয়ে মানুষের উচ্ছ্বাস এত বেশি যে যানজট নিয়ে খুব বেশি অভিযোগ চোখে পড়েনি। যানজট থাকলেও তা নিয়ে মানুষের মধ্যে কোনো আক্ষেপ চোখে পড়ছে না।

শরীয়তপুরের এক দম্পতি জানান, যানজট দেখে তারা সেতু অভিমুখে হাঁটা শুরু করেছেন। তারা মূলত প্রথম দিন সেতু পার হওয়ার জন্যই এসেছেন।

তারা বলেন, এখান থেকে সারাজীবন ফেরিতে করে পদ্মা পার হয়েছি। সেতু যখন তৈরি হচ্ছিল তখনও বিশ্বাস হয়নি, কোনোদিন এই সেতু পার হতে পারবো। তাই নিজের অবিশ্বাস দূর করার জন্য আজ এসেছি।

এর আগে, পদ্মা সেতু নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ থাকায় রবিবার ভিড় হবে বলে ধারণা করছিলেন সংশ্লিষ্টরা। গতকাল এ বিষয়ে প্রকল্প পরিচালক শফিকুল বলেছিলেন, শুরুর দিন যানবাহন ব্যাপক চাপ হবে বলে আমরা ধারণা করছি। আমাদের টোলপ্লাজার কর্মীদেরও সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করছি, তারা ভিড় সামলাতে পারবে। এছাড়া সেতু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্যও সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে টোল দিয়ে প্রথম পদ্মা সেতু পার হন। সেতুতে টোলের হার ইতোমধ্যে নির্ধারিত হয়েছে।

ছোট বাসে ১৪০০ টাকা, মাঝারি বাসে ২০০০ টাকা এবং বড় বাসে ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাকের টোল ১৬০০ টাকা, মাঝারি ট্রাকে ২১০০-২৮০০ টাকা, বড় ট্রাকে ৫৫০০ টাকা। পিকআপের টোল ১২০০ টাকা। কার ও জিপের টোল ধরা হয়েছে ৭৫০ টাকা, মাইক্রোবাসে ১৩০০ টাকা। মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে চাইলে টোল দিতে হবে ১০০ টাকা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT