ঢাকা (রাত ১০:৩৬) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

নাগরপুরে ইট বোঝাই ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock শনিবার বিকেল ০৪:১১, ৫ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি ও ইট বোঝাই ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত এবং ১জন নিহত হয়েছে।

৫ ডিসেম্বর শনিবার সকালে নাগরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে আনুমানিক ১১.১৫ মিনিটের সময় টাঙ্গাইল গামী ১টি সিএনজি এর সাথে নাগরপুর গামী ১টি ইট বোঝাই ট্রাক্টর এর মুখোমুখি সংর্ঘষে ঘটনা স্থলেই ১ জন মৃত্যু হয়। পরে দ্রুত ফায়ার সার্ভিস দল ও স্থানীয়রা আহত ৫জনকে উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে এদের ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় বন্ধু ব্রিকস এর ধলাপাড়া গ্রামের খালেকের ছেলে ট্রাক্টর চালক সোহেল পালিয়ে যায়।

এই মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যুবরণ করে উপজেলার চাষা ভাদ্রা গ্রামের মজিদের ছেলে সেন্টু (৩২)।

এছাড়াও আহতরা হলেন দৌলতপুরের  সমেজ উদ্দিনের ছেলে কাবিল (৩২), একই উপজেলার সহিম উদ্দিনের ছেলে রফিক (৩৫) টাঙ্গাইলের অরবিন্দুর ছেলে অমিত (৩০), ঘিওরের নুর উসমানের ছেলে পলাশ (২৪), একই উপজেলার কিপার বেপারীর স্ত্রী হইমন্তী (৬০)

এ বিষয়ে নাগরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শরিফুল ইসলাম বলেন, আজ সকালে আমাদের এখানে দূর্ঘটনায় ৫জন আহত ও ১ জন মৃত ব্যক্তিকে আনা হয়েছিল। এদের মধ্যে সেন্টুকে আমরা মৃত অবস্থায় পাই, বাকিদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে টাঙ্গাইল সদর হাসপাতে প্রেরণ করা হয়েছে।

এ প্রসংগে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস বলেন, আমরা এঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করছি। ট্রাক্টর ও সিএনজি আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ ও তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT