নাগরপুরে আগুনে পুড়ে গেলো প্রয়াত ইউপি সদস্যের ঘর
শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শনিবার বিকেল ০৪:১৫, ৫ ডিসেম্বর, ২০২০
আগুনে পুড়ে ছাই হয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের প্রয়াত ইউপি সদস্য কামাল উদ্দিন হাকিমের বসত ঘর।
৫ ডিসেম্বর শনিবার দুপুরে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনে পুড়ে গেছে ইউপি সদস্য কামাল উদ্দিন হাকিমের বসত ঘর।
হাকিমের স্ত্রী শাহীনা প্রথম রান্না ঘরে আগুন দেখে ডাক চিৎকার করলে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভান। আগুন নিয়ন্ত্রনে আনতে আনতেই মেম্বরের ১টি বসত ঘর পুরোপুরি পুরে ছাই হয়ে যায়। এ ঘটনায় আনুমানিক ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে মৃত মেম্বারের স্ত্রী বলেন, জমির দলিলপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, বিক্রির জন্য আনা পোষাক সহ ঘরটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ধুবড়িয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. শাকিল হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় সদ্য মৃত হাকিম মেম্বরের কিছুদিন আগের নির্মিত ঘরটি পুরোপুরি পুড়ে গিয়েছে। এতে করে এই পরিবারটির উপর মরার উপর খারার ঘাঁ মত আঘাত হেনেছে।