ধর্মপাশায় বই মেলার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি;মুক্তিযোদ্ধাদের দাওয়াত দিয়ে অসম্মান
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ রবিবার সন্ধ্যা ০৭:০০, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে সপ্তাহব্যাপী বই মেলা আয়োজনের নামে মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি অজয় রায়ের নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা, বাজারের ব্যবসায়ী, দেশ বিদেশে অবস্থানকারী মধ্যনগর এলাকার বিত্তবান বাসিন্দাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা তুলে তা আত্মসাতের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া এই বই মেলার অনুষ্ঠানে মধ্যনগর থানাধীন চারটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের দাওয়াত দিয়ে অনুষ্ঠানে এনে তাদেরকে অপমান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চাঁদাবাজদের শাস্তির দাবিতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.নূরুল ইসলাম শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে উপজেলার মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর সাহিত্য পরিষদের উদ্যোগে বই মেলার আয়োজন করা হয়।
এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, মধ্যনগর বাজারের ব্যবসায়ীসহ দেশ বিদেশে মধ্যনগরের চারটি ইউনিয়নের বাসিন্দাদের কাছ থেকে মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি ও মধ্যনগর বাজারের বাসিন্দা অজয় রায়ের নেতৃত্বে এ বাবদ লাখ লাখ টাকা আর্থিক সহায়তা আদায় করা হয়। বই মেলার অনুষ্ঠানের ব্যানারেতে অতিথিদের তালিকায় বীর মুক্তিযোদ্ধাদের কারও নাম লেখা হয়নি। এমনকি আর্থিক সহযোগিতা দেওয়া মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধাদের নাম ঘোষণা করার কথা থাকলেও তা না করে বীরমুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। এ ছাড়া কার কাছ থেকে বই মেলা বাবদ কত টাকা চাঁদা নেওয়া হয়েছে তাও প্রকাশ্যে ঘোষনা করার কথা ছিল। কিন্ত তা করা হয়নি।
এই অবস্থায় বীর মুক্তিযোদ্ধারা ২২ফেব্রুয়ারি বেলা দুইটার দিকে বই মেলার অনুষ্ঠানে এলেও তাদের প্রতি অসম্মান করায় একযোগে বীর মুক্তিযোদ্ধারা বইমেলার অনুষ্ঠান থেকে চলে যান।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম বলেন, বই মেলার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি করা হয়েছে।আমাদেরকে দাওয়াত দিয়ে অপমান করা হয়েছে। ইউএনও এর কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেছি।
মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি অজয় রায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন,অভিযোগটি পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।