ধর্মপাশায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন নাসরিন আক্তার দিপা
মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ বৃহস্পতিবার রাত ০৮:৩৪, ৬ জানুয়ারী, ২০২২
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতার পর প্রথমবারের মতো একজন নারী প্রার্থী নাসরিন সুলতানা দিপা জয়ী হয়েছেন। তার বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামে। এ উপজেলার ১০টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনিই ছিলেন একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী।
পঞ্চম ধাপ পর্যন্ত অনুষ্ঠিত এবারের ইউপি নির্বাচনে জেলার ১১টি উপজেলার মধ্যে ১০টি উপজেলায় ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাত্র দুটি উপজেলার দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন দুজন নারী। এর মধ্যে নাসরিনা সুলতানা বিজয়ী হয়েছেন।
এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, নাসরিন সুলতানা দিপার বাবা প্রয়াত গিয়াস উদ্দিন চৌধুরী ও নানা মনির উদ্দিন চৌধুরী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০১০ সালে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি বর্তমানে সুনামগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের শিক্ষাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নাসরিন সুলতানা বলেন, ‘এলাকার সব শ্রেণি–পেশার মানুষের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি খুবই আনন্দিত। আমাকে বিজয়ী করায় আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এলাকার যোগাযোগ ব্যবস্থা, পিছিয়ে পড়া শিক্ষাব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে আমি কাজ করব। এটি হাওরবেষ্ঠিত উপজেলা। এখানকার নারীরা নানা দিক থেকে এখনো পিছিয়ে আছেন। তাদের জন্যও কাজ করব।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ভোটার সংখ্যা ১২ হাজার ৯৮৯। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাসরিন সুলতানা দিপা ৩ হাজার ৯১৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৪৫ ভোট।
নাসরিনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।