ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে মাটি উত্তোলন, নদীগর্ভে বিলিন হচ্ছে কৃষি জমি
মোঃ কামরুজ্জামান শনিবার ১২:৫২, ৪ জুলাই, ২০২০
মোবারক হোসাইন, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারের পূর্বপাশে থাকা মনাই নদী থেকে অবৈধভাবে একটি ড্রেজার মেশিন বসিয়ে সেখান থেকে সপ্তাহ খানেক ধরে মাটি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিবুর রহমান এতে জড়িত রয়েছেন। ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের ফলে স্থানীয় এক কৃষকের ফসলি জমির ক্ষতি হচ্ছে ।
এ নিয়ে গত ২৩জুন সহকারী কমিশনারের (ভূমি) কাছে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আল আমিন নামের এক কৃষক লিখিতভাবে অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্ত ওই কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারের পূর্বপাশ লাগোয়া মনাই নদীটি রয়েছে।
গত ১০-১২দিন ধরে ওই ইউনিয়নের বংশীকুণ্ডা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিবুর রহমান ওই নদীতে একটি ড্রেজার মেশিন (খননযন্ত্র) বসিয়ে লোকজন নিয়োজিত করে সেখান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করিয়ে আসছেন ।
উত্তোলন করা মাটি বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদ লাগোয়া ওই ইউপি সদস্যদের মালিকানা জায়গার গর্তে ফেলে নতুন ভিটে তৈরি করছেন । প্রশাসনের অনুমতি না নিয়ে অপরিকল্পিত ভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করায় ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এক কৃষকের ফসলি জমি নদীর গর্ভে বিলীন হচ্ছে।
উপজেলার নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আল আমিন (৪৫) বলেন, মনাই নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করায় নদী লাগোয়া আমার ফসলিজমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সাবেক ইউপি সদস্য আজিবুর রহমান এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি লোকজন নিয়োজিত করে এই কাজ করাচ্ছেন। আমি এ নিয়ে গত ২৩জুন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছি।
সাবেক ইউপি সদস্য আজিবুর রহমান বলেন, ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করার কাজে আমার কোনোধরণের সম্পৃক্ততা নেই। আমাদের ইউপি চেয়ারমান আজিম মাহমুদ ওই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন করাচ্ছেন। তাঁর কাছে ফোন করলে বিষয়টি জানতে পারবেন।
বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, আমাদের ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারের পূর্বপাশের সড়কটি মেরামতের জন্য জনস্বার্থে ওই নদী থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। প্রশাসনের কারও অনুমতি নিইনি, তবে দ্রুত এ নিয়ে কথা বলব। কোনো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি খেয়াল রাখা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আবু তালেব বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলন সম্পূর্ণভাবে বেআইনি। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে যারাই জড়িত থাকুক না কেন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।