ঢাকা (সন্ধ্যা ৭:৪৯) মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্মপাশায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করে শ্রমিক লীগ নেতার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার সন্ধ্যা ০৬:৫১, ১৯ ডিসেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম (৪৯) মনোনয়নপত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মো.শফিকুল ইসলাম উল্লেখ করেছেন, তার বাড়ি উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামে। তিনি ওই ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক লীগের ইউনিয়ন শাখার সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। বংশীকুণ্ডা দক্ষিণ  ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন আজিম মাহমুদ। এলাকায় বেশ জনপ্রিয়তা থাকা স্বত্তেও  বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ও স্থানীয় সাংসদের পরামর্শে তিনি রবিবার দুপুর একটার দিকে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী ৫জানুয়ারি এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্লেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক সেলিম আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, সাংবাদিক সালেহ আহমদ, মোবারক হোসেন প্রমুখ।

বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান চেয়ারম্যন পদে মো. শফিকুল ইসলামের মনোনয়ন পত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT