ঢাকা (সন্ধ্যা ৭:৫৯) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় গণসমাবেশ অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock মঙ্গলবার রাত ০১:৪৫, ১৯ জুলাই, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলাকে মাদক, ইভজিটিং, বাল্য বিয়ে, জুয়া ও কিশোর অপরাধমুক্ত শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে ধর্মপাশা উপজেলা সচেতন নাগরিক সমাজ এই গণসমাবেশের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন, ধর্মপাশা উপজেলা সচেতন নাগরিক সমাজের আহব্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই তালুকদার।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান উজ্জ্বল ও আলী আকবরের যৌথ সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হায়দার জাহান খান পাঠান, উপজেলা আওয়ামী লীগ নেতা নূরুল হুদা মুকুল, মুশফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, মাদক সেবন ও মাদকব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তি মো.কামাল ও লিটন সরকার প্রমুখ।

গণসমাবেশে বক্তারা বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে আমাদের উপজেলাটি তাহিরপুর, কলমাকান্দা, জামালগঞ্জ ও মোহনগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হওয়ায়, এ উপজেলায় গোপনে মাদক ব্যবসা চলে আসলেও থানা পুলিশের প্রচেষ্ঠা ও নানা শ্রেণি পেশার মানুষজনদের সহায়তায়, এটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে  এসেছে। উপজেলাকে মাদকমুক্ত করতে হলে প্রত্যেকেই নিজে এবং নিজের পরিবারের সদস্যদের মাদকমুক্ত রাখতে হবে।

এছাড়া সচেতনার অভাব ও শিক্ষার দিকে পিছিয়ে থাকার কারণে বাল্য বিয়ে, কিশোর অপরাধ, জুয়া ইভটিজিংয়ের মতো অপরাধগুলো ঘটছে। সবাই মিলে এসব অপরাধ নির্মুল করতে হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT