ঢাকা (বিকাল ৪:২৩) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৩ জনকে আসামি করে থানায় মামলা

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শুক্রবার রাত ০২:১৪, ২৯ এপ্রিল, ২০২২

ইফতার ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি বাজারে স্থানীয় দুজন যুবলীগ নেতার ওপর হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত উপজেলার সেলবরষ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো.দুলা মিয়া (৪৫) বাদী হয়ে ঘটনার দিন রাতেই ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন (৩৪) সহ ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১২জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন।

ধর্মপাশা থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান রোকন (৩৭) ও একই গ্রামের বাসিন্দা রিপন মিয়ার (৪৫) যৌথ আয়োজনে উপজেলার পাইকুরাটি বাজারে বুধবার ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

রোকনুজ্জামান রোকন গত ইউপি নির্বাচনে (৫ জানুয়ারি অনুষ্ঠিত) চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সপ্তাহখানেক আগে থেকেই তারা নিজ ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের মানুষজনকে এ ইফতার ও মিলাদ মাহফিলে আসার জন্য দাওয়াত দেন।

বিষয়টি জানার পর একই দিন একই স্থানে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করেন উপজেলার পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব হোসেন ও সাধারণ সম্পাদক এরশাদ আকন্দ। বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই পক্ষের লোকজনদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ধর্মপাশা থানা পুলিশ সেখানে উপস্থিত ছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন লোকজন নিয়ে তার হাতে থাকা রামদা দিয়ে অতর্কিতভাবে দুলা মিয়াকে হত্যা করার উদ্দেশ্যে মাথার পেছনে বাম পাশ্বে সজোরে কোপ মারার ফলে তিনি জখম হন। এ সময় দুলা মিয়া অচেতন হয়ে সড়কের ওপর পড়ে যান। একই স্থানে থাকা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান উজ্জ্বলকেও (৪৫) মারধর করে আহত করেন তারা।

স্থানীয় লোকজন ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে আহত ওই দুজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত দুলা মিয়াকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদী আহত মো.দুলা মিয়া বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন আমার ওপর সর্বপ্রথম আকস্মিকভাবে হামলা ও আমার মাথায় আঘাত করলে আমি সড়কের ওপর পড়ে যাই। পরে অনেকেই এলোপাতাড়ি ভাবে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছেন। আমি অজ্ঞান যাওয়ার পর আর কিছুই আমার মনে নেই।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ও আমার লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও এলাকায় সুনাম নষ্ট করার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্ঠায় লিপ্ত রয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওইদিন রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ১৩ জনের নামে উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। এজাহারে নাম উল্লেখ থাকা সকল আসামীগণ বিজ্ঞ আদালতের হাজির হয়ে তারা বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জামিন নিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT