ঢাকা (রাত ১১:৪২) সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশার সোনামড়ল জলমহালের তলা শুকিয়ে অবৈধভাবে চলছে মাছ শিকার

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শনিবার রাত ০২:৫০, ১৯ মার্চ, ২০২২

আইনকানুনের কোনোরকম তোয়াক্কা না করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সোনামড়ল গ্রুপ জলমহালের বড় বিলের পাড়ে সাতটি শ্যালোমেশিন বসিয়ে গত ছয়দিন ধরে ওই বিলের তলা শুকিয়ে সেখানে মাছ শিকার কার্যক্রম চলে আসছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকার কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসন, স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মপাশা উপজেলার সোনামড়ল গ্রুপ জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। এটির আয়তন ২১১ একর ৭৭ শতক। ১৪২৬ বঙ্গাব্দ থেকে শুরু করে ছয় বছরের জন্য বাৎসরিক ৮ লাখ ৫২ হাজার ৮৬৩ টাকা ইজারা মুল্যে এটি ইজারা পান উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নওয়াগাঁও দক্ষিণপাড়া আলোর দিশারী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রুপক চন্দ্র তালুকদার।

ওই জলমহালটির বড় বিল অংশে গত শনিবার সকালে সাতটি শ্যালোমেশিন বসিয়ে বিলের তলা শুকিয়ে মাছ শিকার কার্যক্রম শুরু করা হয়। উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়ার নির্দেশে ওই জলমহালটির বড় বিল অংশে নয়জন শ্রমিক নিয়োজিত করে শ্যালো মেশিন দিয়ে বিলের তলা শুকানো ও সেখানে মাছ ধরার কাজ চলে আসছে।

অভিযুক্ত লিটন মিয়া বলেন, আমি ১৬ লাখ টাকা দিয়ে এক বছরের জন্য সোনামড়ল গ্রুপ জলমহালটি  ইজারাদারের কাছে কিনেছি। যদি কোনো দোষ হয় তাহলে সেটি ইজারাদারের।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়ারকোনা গ্রামের কয়েকজন কৃষক বলেন, সোনাড়ল গ্রুপ জলমহালের বড় বিল অংশে শ্যালোমেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ ধরায় বোরো জমিতে সেচ কার্যক্রম ব্যাঘাত ঘটছে। মাছেরও ব্যাপক ক্ষতি হবে। প্রশাসনের এ ব্যাপারে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নওয়াগাঁও দক্ষিণপাড়া আলোর দিশারী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রূপক চন্দ্র তালুকদার এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো.রেদুয়ানুল হালিম বলেন, শ্যালো মেশিন বসিয়ে জলমহালের তলা শুকিয়ে মাছ শিকার করা সম্পূর্ণভাবে বেআইনি। সরেজমিনে গত বুধবার বেলা দেড়টার দিকে সোনামড়ল গ্রুপ জলমহালটিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ওই জলমহালটির বড় বিল অংশে সাতটি শ্যালোমেশিন পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT