ঢাকা (সকাল ৬:২৭) শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

একদিনে ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায়ের রেকর্ড পদ্মা সেতুতে

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০১:৩২, ৩ জুলাই, ২০২২

পদ্মা সেতুতে শুক্রবার (১ জুলাই) ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা, যা গত ছয়দিনের মধ্যে সর্বোচ্চ।

শনিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পদ্মা সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তে ১৩ হাজার ৮০১টি গাড়ি থেকে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া জাজিরা প্রান্তে সেতু পার হয়েছে ১২ হাজার ৫৯৬টি, যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

গত ২৫ জুন (শনিবার) দুপুর ১২টার দিকে টোল দিয়ে সেতুতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার (২৬ জুন) ভোর ৬টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু।

তবে যানচলাচলের প্রথম দিনে বিশৃঙ্খলার কারণে ২৭ জুন থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT