ঢাকা (ভোর ৫:১৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উলিপুর বাজার সড়কের মাঝে ৭ টি বৈদ্যুতিক খুঁটির জন্য চরম জনদুর্ভোগ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম  সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম  Clock বুধবার সন্ধ্যা ০৬:৩০, ৩০ সেপ্টেম্বর, ২০২০

কুুুুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রধান সড়কেই  অবস্থিত পূর্বের ঐতিহ্যের নামকরা উলিপুর বাজার। কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী মুুলসড়কের উলিপুর বাজার এলাকায় পোস্ট অফিস মোড় থেকে বড় মসজিদ(গবা) মোড় পর্যন্ত ওই সড়কে মাঝে ছোট বড় সবমিলিয়ে ৭ টি বিদ্যুৎ খুটির কারণে যানবাহন চলাচলে দীর্ঘদিন বিঘ্ন ঘটালে ওইসব খুঁটি সড়ক থেকে সরানোর কোন উদ্যোগ নেই বিদ্যুৎ কর্তৃপক্ষের।

উলিপুর বাজারের প্রত্যন্ত এই প্রধান জনপদে নতুন করে রাস্তা সংস্কারের পর রাস্তা মাঝখানে পড়ে বিদ্যুতের খুটিগুলো। প্রায় ৪-৫ বছরের  বেশি সময় অতিবাহিত হলেও সাড়ানো হয়নি বৈদ্যুতিক খুঁটিগুলো।অথচ এইসব খুঁটির কারণে সড়কে  চলমান বাস,ট্রাক,ভ্যান,রিক্সা, ব্যাটারিচালিত অটোরিক্সা প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি করছে।

এতে ওই সড়ক দিয়ে হাজারো পথচারী ও বিভিন্ন বয়সের লোকজন প্রায়ই দুর্ঘটনায় পতিত হচ্ছে।ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচল কারী যানবাহন ও পথচারী সাধারণ মানুষকে।বিশেষ করে অতি উচ্চ ভোল্টেজের তার টানা বড় বড় এই খুঁটিগুলো স্কুল, কলেজের শিক্ষার্থীদের কাছে ভীতিকর।তাই পল্লীবিদ্যুতের ওই খুটিগুলো দ্রুত সরিয়ে নেয়ার জন্য সাধারণ জনগণের দাবী।

মঙ্গলবার  (২৯ সেপ্টেম্বর ) ঘটনাস্থলে কিছুক্ষণ অবস্থান করে দেখা যায়, উলিপুর বাজারে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে সড়কের ওপর  বৈদ্যুতিক খুঁটিগুলোর পাশ দিয়ে। অবস্থা এ রকম হয়েছে, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এই বৈদ্যুতিক খুঁটিগুলো সড়কের পাশেই ছিল। যানজট নিরসনের লক্ষ্যে সড়ক প্রশস্ত করার কারণে খুঁটিগুলো সড়কের মাঝখানে পড়ে গেছে।

গাড়ি চালকেরা জানান, বৈদ্যুতিক খুঁটি না সরানোয় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। ভয়ে থাকি কোন সময় খুঁটি সাথে ধাক্কা লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটে কিনা।খুঁটিগুলো দ্রুত যথাস্থানে সরিয়ে নিলে আমরা নিরাপদে গাড়ি চালাতে পারতাম। নতুবা আমরা আতঙ্কে থাকি।

উলিপুর বণিক সমিতির শিল্প ও বাণিজ্য সম্পাদক মনির হোসেন মনা মোল্লা বলেন, সড়কে যানবাহন ও লোকজনের চলাচলের জন্য যেমন আমাদের সড়ক প্রয়োজন, তেমনি বিদ্যুৎ সরবরাহের জন্য সঞ্চালন লাইন ও তার খুঁটি স্থাপনেরও প্রয়োজন হয়। উপজেলা সদরের প্রধান সড়কে  বিদ্যুতের খুঁটিগুলো থাকায় বিড়ম্বনা পোহাতে হচ্ছে পথচারী থেকে শুরু করে যেকোন গাড়ী চালদের।

তিনি আরও জানায়,ঊধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে জনসাধারণের চলাচলের জন্য এবং জীবন রক্ষার্থে অতি দ্রুত এই খুঁটিগুলো সড়কের মাঝখান থেকে অপসারণ করে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য জোর দাবি জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও উলিপুুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেন, উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র উলিপুর বাজার অত্যন্ত ব্যস্ততম এলাকা। ছোট বড় মিলিয়ে প্রায় ১০ টি ব্যাংকের শাখা রয়েছে এই সড়কে। এছাড়াও স্কুল, কলেজ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাসপাতাল, ক্লিনিক, রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। সোমবার ও বৃহস্পতিবার হাটের দিন থাকলেও সপ্তাহের সাত দিনই ব্যস্ত থাকে উপজেলা সদরের এই বাজারটি। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ৩০ হাজারের বেশি লোকের সমাগম ঘটে।ওই বৈদ্যুতিক খুঁটিগুলোর কারণে বড় ঝুঁকির সম্ভাবনা রয়েছে। আমরা চাই অনতিবিলম্বে খুটিগুলো সরানো হোক।

এ বিষয়ে পৌর প্যানেল মেয়র আনিছুর রহমান জানান, এগুলো সরানো এখন ব্যয়বহুল্য ব্যাপার।তবে সড়ক প্রশস্ত করার কাজ শুরু করার আগেই খুঁটিগুলো সরিয়ে অন্য কোথাও স্থাপন করা হলে এখন আর কোন সমস্যা হতো না।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) এস এম নাসির উদ্দিনের সাথে কথা বলে  জানা যায়, এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ আমাকে এখনো অবগত করেনি। তারা যদি আমাকে এই বিষয়ে অভিযোগ দাখিল করে আমি সড়কের ওপর যেসব বৈদ্যুতিক খুঁটি আছে সেগুলো খুব শ্রীঘ্রই সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিব।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT