ঢাকা (সকাল ৬:৪৪) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


উলিপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock সোমবার রাত ১১:৩৯, ৭ মার্চ, ২০২২

“এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এ্যারোস্পেস ইউনিভার্সিটির প্রধান পরামর্শ সালমান হাসান ডেভিট মারজান, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আহসান হাবীব রানা, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রাজা, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মতি প্রমূখ।

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা প্রশাসনও দিবসটি পালন করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT