আপনাদের গন্তব্য এখন রাজপ্রাসাদ থেকে ইউ টার্ন নিয়ে তলির দিকে

মেঘনা নিউজ ডেস্ক
রবিবার সন্ধ্যা ০৬:০৪, ২৩ মার্চ, ২০২৫
অপশাসনের বরপুত্র দুর্নীতিবাজ সাবেক পুলিশ প্রধান বেনজিরের মতে—পুলিশ ও প্রশাসনে ৯০% লোক এখনো আওয়ামী লীগের। এমন অন্যান্য বাহিনীতেও আছে। এই পরিসংখ্যান বা জরিপ খুব সহজে অনুমেয়।
একদিকে নির্বাচন অপরদিকে আন্দোলনের পর আন্দোলন দেশের দূর্বিষহ চিত্র মানুষকে নাকাল করে রাখছে। প্রতিদিনের চিত্র বলছে,
বিএনপির দলীয় কোন্দল টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া। মোদ্দাকথা এই গ্রুপিং রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলায় দৃশ্যমান! ১৭ বছরের কাঠখড় আর টানাপোড়েন শেষে তাদের থাকার কথা ছিল স্বস্তিতে কিন্তু তা না করে অন্তর্দাহে মেতে ওঠছে দলটির স্বার্থান্বেষী মহল ও অতিউৎসাহীরা। সংঘাত সংঘটিত করে ঘটেছে নিজেদের মধ্যে খুনোখুনির ঘটনা।
নতুন দল এনসিপিতে চরম অবনতি! তারা যে আশাজাগানিয়া ধুঁয়া তুলেছিল সেই ধুঁয়া দেখি না এখন। বৈষম্যবিরোধীরা অপকর্মে জড়িতের খবর পাওয়া যায়। বিভিন্নস্থানে তাদেরও অন্তর্গত দ্বন্দ্বের ডালপালা বেড়েছে। এদের ভবিষ্যৎ যে খুব সুখকর উজ্জ্বল হবে না, তাও বুঝে গেছে দেশবাসি।
জামায়াতের নাম শুনলেই এখন অযু করে বিএনপির নেতারা। মাঝে মাঝে জামায়াতও বিএনপিকে তুলোধুনো করছে। বিভিন্ন সভাসমাবেশে একে অপরের বিষোদগার করে কুৎসা রটাচ্ছে! পুরনো হকিকতের পুনরাবৃত্তি। অতীতের ভুল থেকে কেউ শিক্ষা নেয়নি তাও বোধ করি। ভুল থেকে শিক্ষা না নিলে এই জাতি কী করতে পারে তার সবচেয়ে বড় দৃষ্টান্ত শেখ হাসিনা।
কী এমন হলো আপনাদের যে, এই ৭ মাস আগেও আপনাদের ডাকে সারা দিয়ে এক কাতারে শামিল হয়ে জীবনবাজি রেখে এদেশের আমজনতা বা সর্বসাধারণ রাজপথে নেমে এসে আপনাদেরকে একটি বিপ্লব উপহার দিয়েছিল।আর আজ সেই আপনারা নিজেদেরকে রাজপ্রাসাদ থেকে গলির দিকে, গলি থেকে তলানির দিকে নিয়ে যাচ্ছেন? বিপ্লব লুটেপুটে খেয়ে বিপ্লবটা পুরোপুরি ধ্বংস করে দিলেন।
এত এত চাঁদাবাজি, দখলবাজি, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল,বিমান থেকে শুরু করে সুইটাও দখলে! বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের চেয়ার দখলের তো হিড়িক পড়েছে।
কী করে আসা করেন আপনারা ক্ষমতা পাবেন? নিজের অংক নিজেরা কষেন তো?
এখনও সময় আছে শোধরে যান, নচেৎ আগে ১৭ বছর নাকানিচুবানিতে ছিলেন, সামনে ৫০ বছর কাটবে। কথাগুলোতে মরিচ বেশি দিয়েছি তাই ঝাল বেশি। তবে ঝাল হলেও এটাই বাস্তব।
লেখক: হোসাইন মোহাম্মদ দিদার
কবি ও সাংবাদিক