ঢাকা (রাত ১১:৫৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হুমায়ূন আহমেদ এর ৭৪তম জন্মদিন পালন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:৩৪, ১৩ নভেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে হুমায়ূন আহমেদ এর ৭৪তম জন্মদিনে পাখির নিরাপদ আবাসের লক্ষে গাছে গাছে শতাধিক হাড়ি-কলস ঝুলিয়ে দিয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ভক্তরা। রবিবার (১৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ গৌরীপুর সুরেশ কৈরী সড়কের গাছে গাছে হাড়ি-কলস ঝুলিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে বন, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় পৌর শহরে প্রচারভিযান চালায় ভক্তরা। এর আগে  প্রেসক্লাব সভাকক্ষে হুমায়ূন আহমেদের জন্মদিনে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ইউএনও হাসান মারুফ বলেন, গাছ-পালা ও বন-জঙ্গল উজাড় হওয়ায় পাখির কিচিরমিচির শব্দ আগের শোনা যায় না। পাখি আমাদের প্রাণবৈচিত্রের অংশ। পরিবেশে পাখি বেঁেচ থাকা জরুরি। তেমনি পাখির প্রতি মানুষের ভালোবাসা থাকাও জরুরি। বন, বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারি প্রতিষ্ঠানের নয়। এসব রক্ষায় জনগনকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর বার্তার সম্পাদক ম. নূরুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা উচীচীর সভাপতি ওবায়দুর রহমান, মোস্তাকিম প্রাইভেট হসপিটালের পরিচালক ডা. আমান উল্লাহ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক আরিফ আহমেদ, শাহজাহান কবির প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT