স্বাস্থ্যবিধি না মানলে আবার কঠোর লকডাউন:-ওবায়দুল কাদের
ডেক্স রিপোর্ট রবিবার দুপুর ০৩:১৪, ২৫ এপ্রিল, ২০২১
লকডাউনের পরে গণপরিবহন চালুর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, না হলে আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে সরকার।
রবিবার (২৫ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবন থেকে এ হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এসব বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি শপিং মল, দোকানপাট ও বাজারগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও নগদ সাহায্য নিয়ে যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,“ত্রাণ ও নগদ অর্থ যাতে বেহাতে না যায়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে এবং যথাযথ জায়গায় যেন ত্রাণ পৌঁছে সেদিকেও নজর দিতে হবে।”
তিনি ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা উচিত জানিয়ে বলেন, “এরাই সাহায্য পাওয়ার যোগ্য।”
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এরপর পর ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।