ঢাকা (দুপুর ২:১৪) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোবারক হোসাইন,সুনামগঞ্জ মোবারক হোসাইন,সুনামগঞ্জ Clock বুধবার রাত ০৮:১৯, ২২ জুন, ২০২২

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা, চান্দালীপাড়া, হরিনাকান্দি, রংচী ও ক্ষিদিরপুর গ্রামের ৫০০টি বন্যার্ত পরিবারের মধ্যে আধাকেজি করে মুড়ি এবং দাতিয়াপাড়া হাসপাতাল, লায়েছ ভুইয়া হাইস্কুল এন্ড কলেজে আশ্রয় নেওয়া ৩০০টি বন্যার্ত পরিবারের মধ্যে, ৮০০ গ্রাম করে চিড়া, আধা কেজি করে মুড়ি ও ২৫০ গ্রাম করে গুড় বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুন) সকাল ১১টা থেকে গতকাল মঙ্গলবার (২১ জুন) বিকেল পাঁচটা পর্যন্ত এসব খাদ্য সামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়।

নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের বাসিন্দা, মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ও তার নিজ উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের মধ্যনগর উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সজিব আহমেদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন প্রিন্স, রংচী গ্রামের বাসিন্দা জসীম উদ্দিন আমানীপুর গ্রামের বাসিন্দা আমছর আলী, আব্দুর রহিম, শুক্কুর আলী প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT