ঢাকা (রাত ৩:০৪) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিলেটে সুবিধাবঞ্চিতদের মাঝে মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock রবিবার রাত ০১:৫৭, ৩ এপ্রিল, ২০২২

সিলেট বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামের ৩ প্রবাসীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে বিশিষ্ট সমাজসেবক মো. আলিম উদ্দিনের বাড়িতে ২৬ কেজি করে ২ শতাধিক পরিবারের মধ্যে ফুড প্যাক বিতরণের এ আয়োজন করা হয়।

এতে সুবিধাবঞ্চিত ও দুঃস্থদের মধ্যে এসব উপহার সামগ্রীর অর্থায়ন করেন আভঙ্গী গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও বিয়ানীবাজার সূচনা পরিষদের পরিচালক ইমাম আব্দুল মালিক আল মহসিন ও জাবির হোসেন এবং সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আলিম উদ্দিন।

ফুড প্যাক বিতরণকালে উপস্থিত ছিলেন, ১০নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. আলিম উদ্দিন, বসুন্ধরা জনকল্যাণ সংস্থার সভাপতি মো. এবাদুর রহমান, বিয়ানীবাজার সূচনা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, স্থানীয় বাসিন্দা তোতা মিয়া, নজরুল ইসলাম ও সাইদুর রহমানসহ আরো অনেকে।

প্রতি বছরের ন্যায় ত্রাণ বিতরণ করে আসছেন এই ৩ প্রবাসী। আগামীতে এ ধারা অব্যাহত রাখবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।

ত্রাণ বিতরণ শেষে ঠেলাগাড়ি যোগে বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী প্রদান করেন স্বেচ্ছাসেবকরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT