সিলেটের ৪৮জনের রিপোর্ট নেগেটিভ
মোঃ কামরুজ্জামান শুক্রবার সন্ধ্যা ০৭:২০, ১০ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ২য় ধাপে ১৯৯ জনের করোনার নমুন পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে ৪৮ জনের পরীক্ষার রিপোর্ট এসেছে। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ। অর্থ্যাৎ ৪৮ জনের মধ্যে কারোরই শরীরে লক্ষণ নেই করোনার। ১০ এপ্রিল শুক্রবার সিলেট প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। এর আগে প্রথম ধাপে ১১৮ জনের নমুনা গ্রহণ করা হয়। দুটি ধাপে মোট ১১৮ জনের রিপোর্ট আসে নেগেটিভ। অর্থ্যাৎ প্রথম ধাপে নমুনা গ্রহণকৃত ১১৮ জনই বিপদ মুক্ত। তাদের শরীরে পাওয়া যায়নি করোনার লক্ষণ। জানা গেছে, গত সোমবার থেকে সিলেটে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। এমএজি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় স্থাপন করা ল্যাবে ২য় দিন আরো ১৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। শুক্রবার এর মধ্যে রিপোর্ট ৪৮ জনের রিপোর্ট আসে নেগেটিভ।