ঢাকা (রাত ১২:৪২) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে পুলিশ সদস্য সহ নতুন করে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৫, ৪ জুন, ২০২০

মোঃ নাজমুল হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১০ পুলিশ সদস্য সহ নতুন করে আরোও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রায় রোগীর সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নমুনা টেস্টের রিপোর্টে ৭৫ জনের নেগেটিভ এবং ১৯ জনের পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই এনায়েতপুর থানার পুলিশ সদস্য। বাকী ৬ জন বেলকুচি উপজেলার ও শাহজাদপুর উপজেলার ২ জন, কাজিপুর উপজেলার ১ জন রয়েছেন।

জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ৯১ জন। এর মধ্যে এর আগে মারা গেছেন ২ জন ও সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮ জন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT