ঢাকা (সন্ধ্যা ৭:৩২) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সান্তাহারে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা করোনা আক্রান্ত, ব্যাংক ১৪দিন বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:২১, ১০ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি প্রতিনিধিঃ   বগুড়ার আদমদীঘিতে সান্তাহার পৌর শহরের ঘোরাঘাট এলাকায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় বুধবার থেকে আগামী ১৪দিন ব্যাংকের শাখাটি বন্ধ ঘোষনা করা হয়েছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। জানাগেছে, গত ৮জুন সকালে ওই ব্যাংক কর্মকর্তা বগুড়ায় তার নমুনা পরিক্ষা করতে দেন। পরের দিন সোমবার রাতে তার ফলাফল পজেভিট আসে। এরপর মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্মারক মোতাবেক সোনালী ব্যাংক বগুড়ার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারে নির্দেশে ব্যাংকের সান্তাহার শাখাটি ১০জুন থেকে ২৩জুন পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়।

তবে ওই শাখাটি বন্ধ থাকাকালীন সময়ে পার্শ্ববর্তী শাখা থেকে গ্রাহকদের লেনদেন করতে ব্যাংকের সামনে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে। তাছাড়া আক্রান্ত ব্যাংক কর্মকর্তাকে মাইক্রোবাস যোগে রংপুরে তার নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT