সাঘাটায় স্বামী হত্যা মামলা দায়ের করায় বাদীকে আটক, ছেলের সংবাদ সম্মেলন
আসাদ খন্দকার,সাঘাটা(গাইবান্ধা) শনিবার সন্ধ্যা ০৭:০৭, ৫ সেপ্টেম্বর, ২০২০
গাইবান্ধার সাঘাটায় আদালতে স্বামী হত্যা মামলা দায়ের করায় বাদীকে আটক করে জিআরপি থানা পুলিশ। এর প্রতিবাদে ছেলে সাঘাটা উপজেলা প্রেস ক্লাবে গত শনিবার সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন বলেন, আমার পিতা আব্দুল কাদের গত ০৩/০৮/২০২০ইং তারিখে সাঘাটা উপজেলার ছিলমানেরপাড়া গ্রামের বাড়ী থেকে কাবেজ আলী ও তারাজুল টাকা দেওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে নিয়ে যায়। পরেরদিন গাড়ামারা ঘুঘা (সাত বিল) নামক স্থানে রেললাইনের পার্শ্ব ক্ষেতে লাশ পাওয়া যায়।
এর প্রেক্ষিতে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের শেষে অজ্ঞাত একটি মামলা দায়ের করে। পরে নিহতের ছবি দেখে লাশ সনাক্ত করে। এ ঘটনায় স্ত্রী আবেদা বেগম বাদী হয়ে কাবেজ আলী, তারাজুল, ফরিদা বেগম, শিরিনা বেগম সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন কে আসামী করে গাইবান্ধা আদালতে মামলা দায়ের করে।
এদিকে মামলার পরের দিন ০৪/০৯/২০২০ইং তারিখে ওই মামলার বাদী আবেদা বেগমকে ঢাকা থেকে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ আটক করেন। সংবাদ সম্মেলনে আরিফ হোসেন আরো বলেন, আসামী সনাক্তের কথা বলে আমার মা আবেদা বেগমকে মহিলা পুলিশ ছাড়াই আটক করে বোনারপাড়া রেলওয়ে জিআরপি থানায় নিয়ে আসেন। আমার মা’র সাথে কথা বলতে চাইলে দেখা ও কথা বলতে দেয় নি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।