ঢাকা (দুপুর ১:৩৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় দ্বিতীয় করোনা রোগী সনাক্ত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৪৮, ২০ এপ্রিল, ২০২০

সাঘাটা(গাইবান্ধা)প্রতিনিধি:  গাইবান্ধার সাঘাটা উপজেলায় দ্বিতীয় করোনা রোগী সনাক্ত। সে কামালেরপাড়া ইউনিয়নের গোরেরপাড়া গ্রামের হায়দার আলীর পুত্র আব্দুর রউফ (২৮)। গতকাল সোমবার সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান। তিনি আরও জানান, গত ২৫ মার্চ টাঙ্গাইল থেকে সবুজ বাড়িতে এলে ১১ এপ্রিল প্রতিবেশী আব্দুর রউফ সহ ৬ জনের
শরীরের নমুনা নিয়ে পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সিভিল সার্জন অফিস থেকে আব্দুর রউফের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের পজিটিভ ধরা পরে। রোগী এখনও সুস্থ্ দেখা যাচ্ছে তবে যে কোনো মুহুর্তে অসুস্থ হয়ে পড়তে পারে। তাকে চিকিৎসার জন্য তার নিজ বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি আরও জানান, আব্দুর রউফের বাড়ী লাল পতাকা লাগিয়ে লক ডাউন করা হয়েছে।
আশেপাশের কাউকে তার বাড়ীতে যাওয়া আসা নিষেধ করা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT