শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
হোসাইন মোহাম্মদ দিদার
মঙ্গলবার দুপুর ০৩:২৬, ২ সেপ্টেম্বর, ২০২৫
দাউদকান্দি উপজেলার “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম” ও “দাউদকান্দি নাগরিক ফোরাম”-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিটেশ্বর এসআর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলম।। প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এখন টিভি’র কুমিল্লা ব্যুরো চিফ সাংবাদিক খালেদ সাইফুল্লাহ, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গাজী মোতাব্বির হোসেন, সংগঠনের সেক্রেটারি সাংবাদিক শরীফ প্রধান এবং প্যানেল চেয়ারম্যান মাওলানা হাবিব ইসলাম ও মো. মিজানুর রহমান তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট রাসেল রাফি।
বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সবুজায়ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে ৩০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষ রোপণ করা হয়।


