লকডাউন বাড়ছে আরও ১ সপ্তাহ
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2021/04/image-237556-1618676330.jpg)
ডেক্স রিপোর্ট
সোমবার দুপুর ০৩:২৫, ১৯ এপ্রিল, ২০২১
চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রবিবার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ৫ এপ্রিল থেকে সাত দিনের লকডাউন শুরু হয়। ১১ এপ্রিল পর্যন্ত ওই লকডাউন ঘোষণা করা হলেও তা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। পরে ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় দফার কঠোর লকডাউন দেয় সরকার। এই লকডাউন চলবে ২১ এপ্রিল পর্যন্ত।