ঢাকা (সকাল ৯:৪৯) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock বুধবার সন্ধ্যা ০৭:২০, ৯ ডিসেম্বর, ২০২০

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আজ ১০ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এলক্ষে নির্বাচন ও রাণীনগর উপজেলা প্রসাশন সকল প্রস্তুুতি গ্রহন করেছে। নির্বাচনে আওয়ামীলীগ,বিএনপি এবং আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫৬ টি কেন্দ্রে ৩৫০ টি বুথে ভোট গ্রহন করা হবে। এসব কেন্দ্রে প্রিজাইডং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা দ্বায়িত্ব পালন করবেন। তিনি আরো জানান, উপজেলার মোট ১লক্ষ ৪৯ হাজার ৫৮৭ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এসব ভোটারদের মধ্যে নারী ভোটার রয়েছে ৭৪ হাজার ৭২২ এবং পুরুষ ভোটার রয়েছে ৭৪ হাজার ৮৬৫জন। ভোটে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামীলীগ দল মনোনিত রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুল (নৌকা),বিএনপি মনোনিত রাণীনগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসারব হোসেন (ধানের শীষ) এবং দলিয় মনোনয়ন বঞ্চিত রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মফিজ উদ্দীন মোটরসাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ,র‌্যাব,বিজিবি,আনছার,গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য,গত ২৭ জুলাই নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম মারা যান। এর পর রাণীনগর পজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল সংসদউপ-নির্বাচনে দলীয় মনোনয় পেয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ শুন্য হয়।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT