ঢাকা (রাত ১:৪০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজারহাটে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৫২, ২৫ জুন, ২০২০

রমেশ চন্দ্র সরকার, রাজারহাট ( কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে  যমুনা টিভির জেলা প্রতিনিধি নাজমুল হোসেন, ক্যামেরাপারসন কবির হোসেন ও ভূবন কুমারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে বুধবার (২৪ জুন) এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাব রাজারহাটের সভাপতি মোঃ এস এ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সাজেদুল রহমান চাঁদ, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন এবং  উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায়  বক্তারা হামলাকারীদের দ্রুত বিচারের দাবী এবং হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত, গত শনিবার (২০ জুন) সংবাদ সংগ্রহ করতে গিয়ে  রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে যমুনা টেলিভিশনের কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি নাজমুল হোসেন, ক্যামেরাপারসন কবির হোসেন ও ভুবন কুমার দায়িত্ব পালন শেষে ফেরার পথে  সন্ত্রাসী হামলা স্বীকার হন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT