রাজারহাটে তিস্তার ভাঙ্গন রোধে মানববন্ধন
রমেশ চন্দ্র সরকার, রাজারহাট, কুড়িগ্রাম শনিবার রাত ০৮:৪৯, ১৮ জুলাই, ২০২০
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ) বিকেলে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সর্বগ্রাসী তিস্তার করাল গ্রাসে প্রায় বিলীন হওয়া বিদ্যানন্দ ইউনিয়নকে বাঁচাতে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে সেবা ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন। উপজেলার কালিরমেলা নামক স্থানে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অতি দ্রুত নদী শাসনের মাধ্যমে নদী ভাঙ্গন রোধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বক্তারা রামহরি থেকে তৈয়বখা ও বিদ্যানন্দ পর্যন্ত স্থায়ী বাধ নির্মাণে দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায় উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের দুই-তৃতীয়াংশ ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বাকি অংশ ভাঙ্গনের স্বীকার। এলাকাবাসী এ অবস্থা থেকে মুক্তি চায়। তাদের দাবি মাথা গুজার স্থায়ী ঠিকানা যাতে তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে।