মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মঙ্গলবার সন্ধ্যা ০৬:২৮, ১৩ জুলাই, ২০২১
করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে মৌলভবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা।
১৩ জুলাই মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ি সাবেক চেম্বার অব কর্মাসের সভাপতি ডা. এম এ আহাদ এসব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডা. বিনেন্দু ভৌমিক এর কাছে হস্তান্তর করেন।
এসময় সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্তসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন যুক্ত এই ২০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার সংখ্যা হলো ২৯০টি। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে অনেক উপকারে আসবে।