ঢাকা (রাত ৮:২১) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজারে পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ আরো ১৩ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১১:৪৫, ১৩ জুন, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ     মৌলভীবাজারে নতুন করে পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী সহ আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়ে দাড়ালো ১৯১ জনে।

শনিবার (১৩ জুন) বিকেলে সিভিল সার্জন ডাঃ তৌহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান। এনিয়ে মোট ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে নতুন ১৩ জন এবং পুরনো একজনের আবারো পজিটিভ রিপোর্ট এসেছে।

নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ৩ জন, রাজনগরের ১ জন, কুলাউড়ার ৫ জন, বড়লেখার ২ জন, কমলগঞ্জের ১ জন এবং শ্রীমঙ্গলের  ১ জন। এছাড়া কমলগঞ্জে আগে থেকে আক্রান্ত একজনের আবারও পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন ।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ১৯১ জনে, সুস্থ হয়েছেন ৬৯ জন, মারা গেছেন ৪ জন। তবে এখনো প্রায় ৬০০ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT