ঢাকা (দুপুর ২:৫৭) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

এলাকাবাসীর মানববন্ধনের একাংশ। ইনসেটে- ফারুক সরকার, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
এলাকাবাসীর মানববন্ধনের একাংশ। ইনসেটে- ফারুক সরকার, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১০:১৪, ২৭ অক্টোবর, ২০১৯

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভাওরখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়ক মোড়ে আজ রোববার দুপুরে মানবন্ধন কর্মসূচি করেছে ভাওরখোলা ইউনিয়নবাসী।

ইউনিয়নের প্রায় শতাধিক নারী-পুরষ ইউপি চেয়ারম্যানের দুর্নীতি বন্ধে এবং বিভিন্ন অপকর্মের বিচার দাবিতে মানবন্ধনে অংশগ্রহণ করেন।।

এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ভাওরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজির হোসেন, ইউপি সদস্য সাব মিয়া, ফাতেমা, রেখা বেগমসহ আরো অনেকে।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সভায়, সরকারি প্রকল্পের টাকা আত্মসাত, একই প্রকল্প দেখিয়ে বার বার বিল উত্তোলন, ভয় দেখিয়ে জিম্মি করে মেম্বারদের স্বাক্ষর নেয়া, জন্মনিবন্ধন, জাতীয়তা সনদ ও ওয়ারিশ সনদ প্রদানে অতিরিক্ত ফি আদায়, ৭৫ ভাগ উন্নয়ন প্রকল্পের কাজ নিজের ওয়ার্ডে করা, সন্ত্রাসী কর্মকান্ড ও হত্যাসহ তার বিভিন্ন অপরাধের কথা তুলে ধরে তার শাস্তি দাবি জানান বক্তারা।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান ফারুক সরকারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT