মুক্তদিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত
মেঘনা নিউজ ডেস্ক বৃহস্পতিবার রাত ১০:৫৪, ৬ ডিসেম্বর, ২০১৮
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: আজ ৬ ডিসেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে পাকিস্তানি হানাদার মুক্তদিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাটকে হানাদার মুক্ত করে মুক্তিযোদ্ধারা।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, সিভিল সার্জন ডা. কাশেম আলী, ক্যাপ্টেন (অব) আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিদু ভুষন রায় প্রমুখ।