ঢাকা (রাত ৮:৪৫) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভ্রাম্যমান আদালতের জরিমানা শুনে প্রাণ গেল এক ব্যবসায়ীর

ঠাকুরগাও-মেঘনা নিউজ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ০৮:৪৪, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ে ভেলাজান বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানার কথা শুনে নাসির উদ্দীন (৭০) নামে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নিশা মর্তুজা রুপা তাকে মৃত্য ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৪.২০ মিনিটে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার ভেলাজান বাজারে অভিযান চালায়।

ভ্রাম্যমান আদালত ভেলাজান বাজারের পেট্রোল বিক্রেতা নাসির উদ্দীনের দোকানে অভিযান চালিয়ে তাকে লাইসেন্স ছাড়াই পেট্রোল বিক্রির সরঞ্জাম সহ পায়। ব্যবসায়ী নাসির উদ্দীনের কাছে জ্বালানী তেল পেট্রোল বিক্রির লাইসেন্স দেখতে চাইলে তিনি লাইসেন্স দেখাতে পারনি।

তখন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ব্যবসায়ী নাসির উদ্দীনকে ১ হাজার টাকা জরিমানা করেন।

এ কথা শুনে নাসির উদ্দীন ভ্রাম্যমান আদালতের সামনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সঙ্গা হারিয়ে ফেলেন।
এ অবস্থায় ভ্রাম্যমান আদালতের টিম অবস্থা বেগতিক দেখে সেখান থেকে সটকে পড়েন।

পরে স্থানীয় এলাকাবাসি এবং ব্যবসায়ীরা নাসির উদ্দীনকে উদ্ধার করে বিকেল ৫. ১০ মিনিটে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নিশা মর্তুজা রুপা তাকে মৃত ঘোষনা করেন।

মৃত নাসির উদ্দীন সদর উপজেলার ছেপড়ি কুড়া গ্রামের বাসিন্দা, তার পিতার নাম মৃত সনিবুল্লাহ। এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় নাসির উদ্দীন সংজ্ঞা হারিয়ে ফেলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT