ঢাকা (সন্ধ্যা ৬:২৫) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় ৫০৩ পিছ ইয়াবাসহ দুই যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার রাত ১০:৪৬, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ভোলার বোরহানউদ্দিনে ৫০৩ পিছ ইয়াবাসহ মো. মুরাদ হোসেন (৪২) ও মো. শফিকুল ইসলাম (২৭) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার(২৮ সেপ্টেম্বর) দুুপুর ২টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ চরআলগী গ্রামের হাজীর হাটের উত্তর পাশে লস্কর সিকদার বাড়ীর দরজায় পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মুরাদ হোসেন লক্ষীপুর জেলার রামগতি থানার সুজানগর গ্রামের মৃত শাহাজানের ছেলে ও শফিকুল ইসলাম দৌলতখান থানার ৪ নং ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই)(নিঃ)/মো. মাহফুজুর হাসান, উপ-সহকারী পরিদর্শক(এএসআই)(নিঃ)/মো.ইলিয়াস, উপ-সহকারী পরিদর্শক (এএসআই)(নিঃ)/মোঃ ইয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দেউলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ চরআলগী গ্রামে অভিযান চালিয়ে হাজীর হাটের উত্তর পাশে লস্কর সিকদার বাড়ীর দরজায় পাকা সড়কের উপর থেকে মুরাদ হোসেন ও শফিকুল ইসলাম নামের দুই যুবককে ৫০৩ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোর্পদ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT