ঢাকা (দুপুর ১২:০৩) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ২৫ মন জাটকা ইলিশ জব্দ,একজনকে জরিমানা

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ০১:১১, ১৬ জানুয়ারী, ২০২২

ভোলার তজুমদ্দিনে ২৫ মন জাটকা ইলিশ জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত।

শনিবার(১৫ জানুয়ারী) সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ ও চৌমুহনী মৎস্যঘাটে অভিযান চালিয়ে চৌমুহনী মৎস্যঘাটে থেকে ২৫মণ জাটকা ইলিশ মাছসহ মিজানুর রহমান নামের এক আড়ৎদারকে আটক করেন।

পরে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিং ও স্থানীয় গবীর অসহায়দের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত আড়ৎদার মিজানুর রহমানকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ,বিক্রি ও মজুদ সরকারীভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ অভিযান ৩০ জান পযর্ন্ত অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT