ভোলায় মুজিবর্বষ উপলক্ষে বিভাগীয় কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১০:১৫, ১০ মার্চ, ২০২০
কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি: ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র জম্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল
বিভাগীয় (জোন) পর্যায়ে কাবাডি প্রতিযোগীতা শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১০মার্চ) সকাল সাড়ে ৯টায় ভোলা সরকারী বাংলা স্কুল মাঠে ঐ কাবাডি প্রতিযোগিতার শুভ
উদ্বোধন করা হয়।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত
থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র জম্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগীয়
(জোন) পর্যায়ে কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন
চৌধুরী।
এ সময় গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলার গর্ব স্থানীয় সরকার বিভাগ পল্লী
উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট র্বোডের পরিচালক ও বরিশাল বিভাগীয়
ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর খান আলো,ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন
টুলু, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ
মোশারেফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, ভোলা জেলা ক্রীড়া
সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।
উদ্বোধনী খেলায় ভোলা(নারী দল)ও ঝালকাঠি (নারী দল) অংশ গ্রহন করেন এবং পুরুষ দল বরগুনা ও
পটুয়াখালী অংশ গ্রহন করেন। কাবাডি তিযোগীতা বরিশাল বিভাগের ৬টি জেলা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।