ঢাকা (সকাল ৮:২৪) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ডালা কাটতে গিয়ে মাথায় চালতা পড়ে শিশুর মৃত্যু

ভোলা সদর হাসপাতাল
ভোলা সদর হাসপাতাল

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock সোমবার রাত ০৯:৩৭, ২ জানুয়ারী, ২০২৩

ভোলার চরফ্যাশনে চালতা গাছের ডালা কাটতে গিয়ে চালতা পড়ে ইকরা (৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুর ২টার দিকে গাছ থেকে শিশু ইকরার মাথায় চালতা পড়ে সে গুরুতর আহত হন।

মৃত ইকরা চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওসমান গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী ইব্রাহিম খলিলের ছোট মেয়ে। দুই বোনের মধ্যে সে ছোট।

ইকরার পরিবার সূত্রে জানাযায়, সোমবার দুপুর ২টার দিকে তার নানা আবুল কাশেম বাড়ির বাগানে চালতা গাছের ডালপালা কাটছিল। এ সময় গাছ থেকে একটি চালতা ইকরার মাথায় এসে পড়লে সে গুরুতর আহত হয়।

তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইানচার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT