ঢাকা (রাত ১১:৫০) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখা পৌর শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock বৃহস্পতিবার রাত ০৮:৫৫, ৩ মার্চ, ২০২২

জল্পনা-কল্পনার শেষ অবশেষে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের যানজট নিরসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে পৌরশহরের দক্ষিণবাজার থেকে উত্তর চৌমুহনী পর্যন্ত সওজ রাস্তার ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উচ্ছেদ অভিযানকালে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারসহ পুলিশ কর্মকর্তারা ও বণিক সমিতির ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরেজমিনে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড়লেখা পৌরশহরের সওজ রাস্তার ফুটপাত দখল করে অবৈধভাবে কয়েকশ অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এ কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার ওপর অবৈধ দোকানপাঠ বসানোর কারণে সড়ক ও জনপথ বিভাগের গুরুত্বপূর্ণ রাস্তা সরু হয়ে উঠে। এতে পথচারী, যানবাহন, শিক্ষার্থীসহ নানা প্রয়োজনে শহরে আসা লোকজন চরম দুর্ভোগে পড়েন।

সড়কের ভূমির ওপর নির্মিত এসব অবৈধ স্থাপনার কারণে ব্যাংক, বীমাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও ব্যবসায়িদের কর্মস্থলে যাতায়াত দুরুহ হয়ে উঠে। প্রায় ঘটে দুর্ঘটনা। ভুক্তভোগিরা দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে এসব অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসন উদ্যোগ নেওয়ায় ভুক্তভোগি মহলে স্বস্তি ফিরেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ইতিপূর্বে শহরে প্রচারণা চালানো হয়েছে। এরপরেও দখলদাররা অবৈধ স্থাপনা সরাননি। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিনি তা অপসারণ করেছেন। পুনরায় কেউ সড়কের ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা আদায়ের পাশপাশি তা উচ্ছেদ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT