ঢাকা (রাত ২:৫২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় ১০ ইউনিয়নে নৌকার ৫ ও স্বতন্ত্রর ৫ প্রার্থী কে কতো ভোট পেলেন

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock সোমবার রাত ১১:০৭, ২৯ নভেম্বর, ২০২১

তৃতীয় ধাপে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকাল রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ৯২টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেলে চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকেলে শুরু হয় গণনা। রাতে আনুষ্ঠানিকভাবে উপজেলার দশটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়। উপজেলার দশটি ইউপির মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে বিদ্রোহী প্রার্থী; দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এরমধ্যে বিএনপির একজন রয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী- উপজেলার ১নং বর্ণি ইউপিতে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীকে ৩৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮৩৮ ভোট; মোহিত আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০২৩ ভোট; আওয়ামী লীগের প্রার্থী জোবায়ের হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১২১১।

২নং দাসেরবাজার ইউপিতে স্বতন্ত্র প্রার্থী স্বপন কুমার চক্রবর্তী (আওয়ামী লীগ বিদ্রোহী) আনারস প্রতীকে ৩৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩২৭১ ভোট; স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৪৭০ ভোট; বিমান কান্তি দাস মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট; কয়েছ আহমদ অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।

৩নং নিজবাহাদুরপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ময়নুল হক নৌকা প্রতীকে ৫৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (বিএনপি)আনারস প্রতীকে পেয়েছেন ৫৩৪২ ভোট; স্বতন্ত্র প্রার্থী আবু সাহেদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।

৪নং উত্তর শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রফিক উদ্দিন নৌকা প্রতীকে ৫২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (আওয়ামী লীগ বিদ্রোহী) আনারস প্রতীকে পেয়েছেন ৫১৮২ ভোট; জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ১৬৫০ ভোট; স্বতন্ত্র প্রার্থী মুমিনুর রহমান টনি (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৫৫ ভোট।

৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ আহমদ বাবলু নৌকা প্রতীকে ৫৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ স্বপন (বিএনপি) আনারস প্রতীকে পেয়েছেন ৪৫১০ ভোট; স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২২৫ ভোট; আমীর আলী চশমা প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট।

৬নং বড়লেখা সদর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ছালেহ আহমদ জুয়েল নৌকা প্রতীকে ৭৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজ উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৫১৫ ভোট।

৭নং তালিমপুর ইউপিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী এখলাছুর রহমান আনারস প্রতীকে ৪৮৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিদ্যুৎ কান্তি দাস নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪৯১ ভোট; সুনাম উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯৪৬ ভোট।

৮নং দক্ষিণভাগ উত্তর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন নৌকা প্রতীকে ৩২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জবরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৯০২ ভোট; নজরুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী) ঢোল প্রতীকে পেয়েছেন ১৪০৪ ভোট; ময়নুল হক (বিএনপি) চশমা প্রতীকে পেয়েছেন ৮৮২ ভোট; মোহাম্মদ লুৎফুর রহমান (জামায়াত) টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ৬৪১ ভোট; আশরাফ হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৯৪ ভোট; আব্দুল মানিক (আওয়ামী লীগ বিদ্রোহী) রজনীগন্ধা প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট; আব্দুল জলিল ফুলু (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট; আব্দুল মালিক অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৩১ ভোট; মোসাহিদ আহমদ টেলিফোন প্রতীকে পেয়েছেন ২৪ ভোট।

৯নং সুজানগর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম আনারস প্রতীকে ৪৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাহেদুল মজিদ নিকু নৌকা প্রতীকে পেয়েছেন ৪৫০৭ ভোট; স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম (বিএনপি) ঘোড়া প্রতীকে পেয়েছেন ১২২০ ভোট; ফখরুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ২৪০ ভোট।

১০নং দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আজির উদ্দিন (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে ৯৮৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সুলতানা কোহিনূর সারোয়ারি নৌকা প্রতীকে পেয়েছেন ৬৪৫৮ ভোট; স্বতন্ত্র প্রার্থী সায়দুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫০ ভোট; বেলাল খান ওলম আনারস প্রতীকে পেয়েছেন ৭০ ভোট; শরফ উদ্দিন চশমা প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট।

প্রসঙ্গত, উপজেলার ১০ ইউপিতে নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT