ঢাকা (রাত ১:৫৫) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় নৌকার এক প্রার্থীসহ তিন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

মোঃইবাদুর রহমান জাকির  মোঃইবাদুর রহমান জাকির  Clock শনিবার রাত ০১:২৮, ৬ নভেম্বর, ২০২১

আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজর বড়লেখা উপজেলার তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী ঋণ খেলাপির তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকায় আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীসহ ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ এ ঘোষণা দেন।

অবৈধ ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, ১নং বর্নি ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মোহিত ও ৭নং তালিমপুর ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী সুনাম উদ্দিন। এছাড়াও বিভিন্ন তিনটির কারণে ৫ জন ইউপি সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিল ঘোষিত ইউপি সদস্য পদপ্রার্থীরা হলেন, বড়লেখা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান ও ফরহাদ হোসেন দুলাল, দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল আহাদ এবং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী তাসলিমা আক্তার কলি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রটির কারণে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তারা প্রার্থীতা বৈধকরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। গত ২ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT