বোমার গুঞ্জনে সিলেট নগর জুড়ে আতংক
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট বুধবার রাত ১১:৫৭, ৫ আগস্ট, ২০২০
সিলেট নগরীর চৌহাট্রা পয়েন্টে রাখা এসএমপির এক পুলিশ সদস্যের মোটরসাইকেলে ‘বোমা’ রয়েছে এমন খবরের গুঞ্জনে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে র্যাব-৯’র একটি বিশেষ টিমও যোগ দিয়েছে।
বুধবার রাত পৌনে ৮টা থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।্ববেট তাদের সাথে যোগ দিয়েছে র্যাব-৯ এর একটি টিমও।
রাত পৌনে ৯টার দিকে র্যাবের টিম ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থলের আশপাশের এলাকায় সতর্ক নজর রাখছেন।
র্যাবের কয়েকজন সদস্যকে মোটরসাইকেলের খানিকটা কাছে গিয়ে পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরাও ঘটনাস্থলের পাশে অবস্থান করছেন।
সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে পুলিশ চেকপোস্টের এর পাশে রয়েছে কালো রঙের ওই পালসার মোটরসাইকেলটি।
ওই মোটরসাইকেলটির নম্বর হলো ঢাকা মেট্রো ১৪-৯২৭০। মোটরসাইকেলটি ট্রাফিক পুলিশের সদস্য নয়নের বলে জানা গেছে।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মোটরসাইকেলে বোমা আছে কিনা, নিশ্চিত হওয়া যাবে।’