বিয়ানীবাজারের তরুনরা নিজ উদ্যোগে জনকল্যাণমুখী কাজ করলো
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুর ০১:০৫, ২ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেটে বিয়ানীবাজারের পূর্ব মুড়িয়া সীমান্তবর্তী নওয়াগ্রামের যুবক ও তরুণদের উদ্দ্যোগে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম শুরু করা হওয়া (২৮ মার্চ)এ কার্যক্রমের মধ্যে গ্রামীণ সড়কের পুনঃসংস্কার, (তিন শত পরিবারে) বাড়ি বাড়ি গিয়ে করোনা প্রতিরোধক কীটনাশক স্প্রে প্রয়োগ,নওয়াগ্রাম জামে মসজিদ পরিষ্কার করণ, সাবান ও মাক্স বিতরণ ও করোনা বিষয়ক সচেতনামূলক প্রচারণা সামাজিক দূরত্ব নিশ্চিত করণ, আজ ০২এপ্রিল ২০২০ ইংরেজী উক্ত কার্যক্রম শেষ হয়। সেচ্ছায় সেবামূলক এই কার্যক্রমে যারা নেতৃত্বে দিয়ে ছিলেন,তারা হলেন গ্রামের যুবক হাফিজুর রহমান (নাসিম) ও আনোয়ার হোসেন, সাথে যারা সেচ্ছায় শ্রমদিয়ে ছিলেন গ্রামের তরুণ মোঃ সাইফুর রহমান (জিম), মোঃজাহেদুর রহমান, সাবের আহমদ, মোঃআজহারুল ইসলাম, জুনেদ আহমদ, তারেক আহমদ, কাওছার আহমদ, মিজানুর রহমান, আমিনুল হক, শাহিদ আহমদ, মিজানুর রশীদ, মুহিবুর রহমান, তোফায়েল হক, ইয়াহইয়া,সাহিদ আহমদ, মিলন আহমদ, আমিনুল ইসলাম, নাঈম আহমদ, আহবাব হোসেন, ফাহিম হোসেন প্রমূখ।