ঢাকা (সকাল ১০:৫৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিস্ফোরণে কেঁপে উঠলো মগবাজার এলাকা,নিহত ৭

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock সোমবার রাত ০১:২১, ২৮ জুন, ২০২১

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেইট এলাকায় আড়ংয়ের শোরুমের কাছে বিকট একটি বিস্ফোরণে এক শিশুসহ ৭ জনের মৃত্যু ও প্রায় শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর এসেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শফিকুল ইসলাম গণমাধ্যমকে মৃত্যুর সংখ্যাটি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন,”মূল সড়কের পাশের একটি তিনতলা বাড়ির (রাখি নীড়) নিচতলায় অবস্থিত শর্মা হাউসে গ্যাস বিস্ফোরণ সম্ভবত এর জন্য দায়ী। ওই বিস্ফোরণে আশেপাশের সাতটি দালান এবং রাস্তায় থাকা তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত সাতজনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি।”

রাত আটটার দিকে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপি’র সহকারী কমিশনার রঞ্জন কুমার সাহা।

এনিয়ে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেছেন,”একটি গ্যাস পাইপ বা সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত ভবনটিও আগে থেকেই ঝুঁকিপূর্ণ।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা গেছে, ঢামেকে ৩৬ জন ও বার্ন ইনস্টিটিউটে ১৩ জন চিকিৎসা নিচ্ছে।এছাড়াও মগবাজারের ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই।

এর মধ্যে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ২ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির চিকিৎসক পার্থ শংকর পাল। ঢাকা কমিউনিটি হাসপাতালের সুপারভাইজার আশিকুর রহমান সাদিক সাদিক জানান, দুর্ঘটনাস্থল থেকে চিকিৎসা নিতে আসা ২ জনের মৃত্যু হয়েছে তাদের হাসপাতালে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন ওই হাসপাতালে একজনের মৃত্যুর তথ্য।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ডিএমপির যুগ্ম কমিশনার সৈয়দ নজরুল ইসলাম বলেন,”আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ ধরনের দুর্ঘটনা এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে হতে পারে।”

ঘটনাস্থলে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আউটার সার্কুলার রোডের পুরনো একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ওই ভবনের নিচতলায় সিঙ্গারের বিক্রয় কেন্দ্র ও খাবারের দোকান শর্মা হাউজ ছিল, যা একদম ধ্বংস হয়ে গেছে।

বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও পথচারীরা আহতদের হাসপাতালে নিয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে তাদের ১৪টি ইউনিট কাজ করছে।

ঘটনাস্থলে থাকা মাহবুব নামে আড়ংয়ের একজন নিরাপত্তাকর্মী জানান, আড়ংয়ের উল্টোপাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে আড়ং ও বিশাল শপিং সেন্টারের গ্লাস ভেঙ্গে পড়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT